অনিয়মের প্রমাণ দিল অনশনকারীরা

ছবি : সংগৃহীত

শিক্ষা

অনিয়মের প্রমাণ দিল অনশনকারীরা

  • ঢাবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ মার্চ, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়মের প্রমাণ উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের কাছে তুলে দিয়েছেন অনশনকারী শিক্ষার্থীরা। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনে অনিয়মের প্রমাণসহ অভিযোগপত্র জমা দেন অনশনকারী তাওহীদ তানজিম, শোয়েব মাহমুদ, রাফিয়া তামান্না ও রবিউল ইসলাম।  এ সময় উপাচার্য এসব অভিযোগের প্রমাণ খতিয়ে দেখবেন বলে তাদের আশ্বাস দেন।

ভিসির কাছে প্রমাণ তুলে দেওয়া শিক্ষার্থী শোয়েব বলেন, এসব অনিয়ম নিয়ে আলোচনার সময় উপাচার্য স্যার বলেছেন, আগের ডাকসু নির্বাচনগুলোয় অনেক বেশি অনিয়ম হয়েছে। সেগুলোর চেয়ে এই নির্বাচনে অনেক নরমাল অনিয়ম হয়েছে। সর্বোপরি নির্বাচন সুষ্ঠু হয়েছে।

অনশনকারী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রাফিয়া তামান্না বলেন, এই বৈঠক নিয়ে আমরা সন্তুষ্ট নই। যেহেতু আমাদের উত্থাপিত অনিয়মগুলো নিয়ে তদন্ত করা হবে বলে উপাচার্য জানিয়েছেন, সেহেতু আমরা কিছুদিন অপেক্ষা করব। দ্রুত তদন্তের ফল প্রকাশ না করলে আমরা চলমান আন্দোলনে যোগ দেব।

মাইন উদ্দিন বলেন, আমরা উপাচার্যের কাছে গিয়েছিলাম। তিনি আমাদের আশ্বাস দিয়ে বলেছেন, আমাদের দেওয়া ডকুমেন্টগুলো খতিয়ে দেখবেন। তদন্ত কমিটির রিপোর্টও খতিয়ে দেখবেন।

তিনি বলেন, আমরা যে অভিযোগ দিয়েছি তিনি এগুলোর জাস্টিফিকেশন এভাবে করছেন, ২৮ বছর আগে যে নির্বাচনগুলো হতো সেগুলোতে রক্তারক্তি হতো, হানাহানি হতো, অ্যাম্বুলেন্সের সারি আসত। মাথা দিয়ে যে রক্ত আসত তিনি হাত দিয়ে তা দেখিয়েছেন। তিনি বলেছেন, হানাহানি যে হয়নি, তাই এই নির্বাচন বেটার।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ-ডাকসুতে পুনর্নির্বাচনসহ ৫ দফা দাবিতে গতকালও বিক্ষোভ করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টার দিকে রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীরা জমায়েত হন। সেখানে থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করেন বিক্ষোভকারীরা। পরে উপাচার্যের কার্যালয়ে সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় ডাকসু নির্বাচনের পুনঃতফসিল, উপাচার্যের পদত্যাগ, মিথ্যা মামলা প্রত্যাহার, সাধারণ শিক্ষার্থীদের হুমকিদাতাদের বিচার দাবি করে নানা দাবিতে স্লোগান দেন তারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads