অনির্দিষ্টকালের জন্য জাবি ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বিকাল ৪ টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছেন প্রশাসন।
আজ মঙ্গলবার জরুরী এক সিন্ডিকেট বৈঠকে এই সিন্ধান্ত নেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কার্নিজ নিশ্চিত করেছেন।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, জরুরি সিন্ডিকেট বৈঠকে ক্যাম্পাস অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। ক্যাম্পাস শান্ত না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত চলমান থাকবে।