অনলাইনে ডার্মাটোলজি সেবা দিচ্ছে টিবট

ছবি : সংগৃহীত

তথ্যপ্রযুক্তি

অনলাইনে ডার্মাটোলজি সেবা দিচ্ছে টিবট

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২ এপ্রিল, ২০১৯

বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্টদের মাধ্যমে ত্বকের বিভিন্ন সমস্যা মূল্যায়ন ও সঠিক পরামর্শ দিতে চালু হলো অ্যাপভিত্তিক প্ল্যাটফর্ম টিবট। দেশে টেলিডার্মাটোলজি এই সেবা চালু করেছে পলিফিন্স টেকনোলজি ইনকরপোরেটেড। এটি সিলিকন ভ্যালিভিত্তিক স্টার্টআপ, যার বিশেষত্ব হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং চ্যাটবট প্রয়োগ করে হেলথকেয়ার শিল্পে উন্নতি করা। এই অ্যাপ্লিকেশন ব্যবহারকারীরা ডাক্তারের রিপোর্টও পাবেন। পলিফিন্স ইনকরপোরেটেডের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও ফয়সাল বসার জানান, শহর ও গ্রাম যেকোনো জায়গা থেকে যেকেউ অ্যাপটি ব্যবহার করে সেবা নিতে পারবেন। ফলে ডার্মাটোলজি যেকোনো সমস্যার জন্য কোথাও না গিয়ে শুধু মোবাইল ফোনে মিলবে এই সেবা। প্রতিষ্ঠানটির সিওও ফরিদ মিলন বলেন, অ্যাপ ব্যবহারকারী শুধু তার ত্বকের সমস্যার একটি ছবি আপলোড করলেই সব তথ্য জানতে পারবেন। যেমন এটা আসলে কী রোগ, তাকে কী করতে হবে, কী ওষুধ খাবেন সব। অ্যাপটির সঙ্গে যুক্ত রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। এই সেবাটি স্বাস্থ্য খাতে নতুন দ্বার উন্মুক্ত করবে। বিস্তারিত www.tibot.ai

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads