করোনা ভাইরাসকে পুঁজি করে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে গোপালগঞ্জে ১৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাাখ ৮হাজার টাকা জরিমান করা হয়েছে।
এর মধ্যে কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারের ৮টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭১ হাজার টাকা, কাশিয়ানী বাজারে ৫টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা এবং গোপালগঞ্জ সদরে উলপুর বাজারে ৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ শনিবার গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান, কাশিয়ানীতে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাব্বির আহমেদ এবং সদরের উলপুর বাজারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান এসব ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে স্থানীয় ঘাঘর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেসার্স লোকনাথ ট্রেডার্সকে ১০হাজার টাকা, মেসার্স অন্নপূর্ণা ভান্ডারকে ১০হাজার টাকা, মেসার্স মা কালী ভান্ডারকে ১০ হাজার টাকা, মেসার্স মা বানিজ্য ভান্ডারকে ১০হাজার টাকা, কোটালীপাড়া এন্টারপ্রাইজকে ৫হাজার টাকা, জীম ট্রেডার্সকে ১০হাজার টাকা, আলামিন স্টোরকে ৮হাজার টাকা ও সাখাওয়াত স্টোরকে ৮হাজার টাকা করে মোট ৭১ হাজার টাকা জরিমানা করেন।
এদিকে, কাশিয়ানীতে আজ দুপুরে ৫ চাল ও কাঁচাবাজার ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
অন্যদিকে, সদর উপজেলার উলপুর বাজারে অতিরিক্ত দামে চাল বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে ১০হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান।





