মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর শহরের কলেজ রোড এলাকায় অতিরিক্ত মদ পান করে দুই নারীর মৃত্যু হয়েছে। অসুস্থ্য অবস্থায় হাসপাতালে ভর্তি আরো তিনজন। এই ঘটনায় ওই বাসা থেকে পুলিশ দেশী (কেরু) ও বিদেশী মদের বোতল উদ্ধার করেছে।
শনিবার রাত আড়াইটার দিকে মাদারীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কলেজ রোড এলাকায় লুৎফর রহমান মোল্লা বাসার ৪তলায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুইজন সম্পর্কে বান্ধবী। নিহত সাগরিকা আক্তার (২৬) শহরের উকিলপাড়া এলাকার কেএইচ শাকিল আহম্মেদের মেয়ে। অপরজন হলেন ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের বাঘরিয়া গ্রামের পারুল আক্তার (২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ চিৎকার চেচামেচি শুনে রুমে ছুটে যান বাসার কেয়ারটেকার হেলাল সরদার। পরে ফ্লোরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন সাগরিকা আক্তার নামে এক নারীকে। এছাড়া অসুস্থ্য অবস্থায় সাগরিকার বান্ধবী পারুল আক্তার, আরেক বান্ধবী সেতু আক্তার, মা সাবিনা ইয়াসমিন ও মামা বাবু আহমেদ কে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরো পারুল আক্তারকে মৃত ঘোষণা করেন। মারা দুইজন সম্পর্কে বান্ধবী।
এদিকে স্থানীয় সূত্র জানিয়েছে পহেলা আক্টোবব মা, মেয়ে ও মামা তিনজনে ওই বাসায় ভাড়া ওঠেন। শনিবার রাতে বাসায় আসে অপরিচিত আরো ৩-৪ জন নারী। পরে ঘটে এই ঘটনা। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। ওই বাসা থেকে দেশী ও বিদেশী মদের বোতল উদ্ধার করা হয়েছে। অসুস্থ দুইজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।