অটোমোটেড থার্মোমিটারে হিলি চেকপোস্টে জ্বর পরীক্ষা শুরু

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

অটোমোটেড থার্মোমিটারে হিলি চেকপোস্টে জ্বর পরীক্ষা শুরু

  • হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ ফেব্রুয়ারি, ২০২০

করোনা ভাইরাস প্রতিরোধে দিনাজপুরের হিলি চেকপোস্টে ইনফারেক্ট ননকন্টাক অটোমেটিক থার্মোমিটারের মাধ্যমে পাসপোর্ট যাত্রীদের জ্বর পরীক্ষার কার্যক্রম শুরু করেছে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম। 

আজ রোববার সকাল থেকে হিলি চেকপোষ্টে আগমনি পাসপোর্ট যাত্রীদের এই স্বাস্থ্য পরীক্ষা শুরু করা হয়েছে।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  স্বাস্থ্য সহকারী রাতুল সরকার জানান, আগে হিলি চেকপোস্টে থার্মোমিটার দিয়ে যাত্রীদের জ্বর পরীক্ষা করা হলেও এখন ইনফারেক্ট নন কন্টাক অটোমেটিক থার্মোমিটারের মাধ্যমে পাসপোটধারী যাত্রীদের শরিরে দ্রুততম সময়ে  জ্বর নির্ণয় করা খুব সহজেই সম্ভব হচ্ছে।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভার:) ডা. নাজমুস সাইদ জানান, মেডিকেল টিমটি তাদের প্রাথমিক ভাবে শ্বাসতন্ত্র রোগ, জ্বর, এর সঙ্গে সর্দি, কাশি, গলাব্যথা ইত্যাদি স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছেন। পাশাপাশি তারা যাত্রীদের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ ও লিফলেট বিতরণ করছে।

হিলি ইমিগ্রেশন ওসি সেকেন্দার আলী জানান. হিলি চেকপোস্ট দিয়ে যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে। প্রতিদিন গড়ে ৪ থেকে ৫শ জন দেশী ও বিদেশী যাত্রী যাতায়াত করেছে এই পথে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads