চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বলেছেন, হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলায় একজন মানুষও না খেয়ে থাকবে না। করোনা প্রাদূর্ভাবের কারণে সকল অসহায়কে খাদ্য সহায়তা প্রদান করা হবে।
আজ মঙ্গলবার সকালে ব্যক্তিগত উদ্যোগে হাজীগঞ্জ ও শাহরাস্তিতে প্রায় ৯ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান উদ্বোধনের আগে টেলি কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপার্জনহীন মানুষের মাঝে খাদ্য সহায়তার আহ্বান জানিয়েছেন। সে আহবানে আমি ব্যক্তিগত উদ্যোগে অস্বচ্ছল ব্যক্তিদের জন্য খাদ্য সহায়তা বিতরণের উদ্যোগ নিয়েছি। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার ১০ ও ৯ নং গন্ধব্যপুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে খাদ্য সহায়তা বিতরণ শুরুর উদ্বোধন করা হলো।
তিনি বলেন, সরকারি উদ্যোগ ছাড়া ব্যক্তি উদ্যোগে এক সঙ্গে ৯ হাজার পরিবারকে আর কেউ খাদ্য সহায়তা দিতে পেরেছে বলে আমার মনে হয় না।
তিনি বলেন, অনেকে অল্প কিছু খাদ্য সহায়তা প্রদান করেন বিভিন্ন স্থানে ছবি দিয়ে প্রচারণায় ব্যস্ত থাকে। আমি ব্যক্তিগতভাবে এসব প্রচারণায় বিশ্বাস করি না। দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হলো মানবতার শিক্ষা।
বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি তেল, ১ কেজি মসুর ডাল, ১ কেটি লবণ, একটি সাবান। এ ছাড়াও ছিল নিত্য প্রয়োজনীয় দ্রব্য।