শিক্ষা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে

"বাংলাদেশের মেরিটাইম খাতে দুর্নীতির চ্যালেঞ্জ ও করনীয়"-শীর্ষক সেমিনার আয়োজন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২০ ডিসেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার: গত ১৮ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে "বাংলাদেশের মেরিটাইম খাতে দুর্নীতির চ্যালেঞ্জ ও করনীয়"—শীর্ষক একটি সেমিনার আয়োজন করা হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. মোঃ মোজাম্মেল হক খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস—চ্যান্সেলর রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল (অবঃ)। উক্ত সেমিনারটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি ও মেরিটাইম এন্টি করাপশন নেটওয়ার্ক বাংলাদেশ সমন্বিতভাবে আয়োজন করে।
সেমিনারে উদ্বোধনী বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের পোর্ট এন্ড শিপিং ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি প্রফেসর ক্যাপ্টেন কাজী আলী ইমাম। সেমিনারে ডেনমার্ক, নাইজেরিয়া এবং স্বাগতিক বাংলাদেশের মেরিটাইম বিশেষজ্ঞ ও শিক্ষাবিদগণ তাদের মূল্যবান প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে বিভিন্ন মন্ত্রনালয় ও সরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে আগত প্রতিনিধি, মেরিটাইম সংস্থা এবং মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads