সারা দেশ

গৌরীপুরে ছাত্রহত্যায় হত্যায় বিক্ষোভ মিছিল

  • ''
  • প্রকাশিত ১৭ সেপ্টেম্বর, ২০২৪


গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

গৌরীপুরের সদর ইউনিয়ন বি এন পি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ছাত্র জনতার আন্দোলনে গৌরী পুরের কৃতি সন্তান শহীদ নূরে আলম সিদ্দিকী,শহীদ বিপ্লব,ও শহীদ জুবায়ের আহমদে কলতা পাড়ায় নিহত হওয়া সহ বিগত ১৫ বছরে বিএন পির নেতাকর্মীদের বিচার  বর্হিভূত হত্যাকান্ডের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।


অদ্য ১৬ সেপ্টেম্বর সোমবার ২০২৪ ইং বিক্ষোভ মিছিল অনুষ্ঠানটি গৌরীপুর উত্তর বাজার নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের মাঠে  বিকাল ৬ঃ০০ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়।


 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ১ নং মইলাকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গৌরীপুর উপজেলার সাবেক সফল চেয়ারম্যান গৌরীপুর উপজেলা বি এন পির সাবেক আহ্বায়ক এবং ময়মনসিংহ উত্তর জেলা বি এন পির প্রভাবশালী সদস্য জননেতা আহমেদ তায়েবুর রহমান হিরণ। 


 হিরণ চেয়ারম্যান বলেন স্বেরাশাসক হাসিনা সরকার দীর্ঘ ১৫ বছর মিথ্যা মামলা দিয়ে আমাদের নেত্রীকে গৃহবন্দী করে রেখে ছিল,তিনি জীবন মরণের সন্ধিক্ষণে ছিলেন,ছাত্রজনতা ও আমাদের  আন্দোলন সংগ্রামের ফলে এই হাসিনার পতন ঘটে।
 গৌরীপুরের বাংলাদেশের খবরের প্রতিনিধি মোঃ আল ইমরানকে দেওয়া সাক্ষাৎাকরে হিরন চেয়ারম্যান বলেন,সংবাদ পত্রও বা সাংবাদিকরা ও স্বেরাশাসক হাসিনার সময় স্বাধীনভাবে কাজ করতে পারে নাই।বর্তমানে আপনারাও স্বাধীন,তাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি,সেই সাথে হাইব্রীড কোন  নেতার জায়গা গৌরীপুর হবে না।


 তিনি বলেন,বি এনপি নেতাকর্মী কোটাবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং আহত হয়েছে শেখ হাসিনাসহ যারা জড়িত দেশে ফিরিয়ে আন্তরজার্তিক ট্রাইবুনাল গঠন করে বিচারের ব্যবস্হা করা হবে।অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
কলতা পাড়ায় যারা আওয়ামী সন্ত্রাসী এবং পুলিশ বাহিনী দ্বারা আহত ও নিহত হয়েছে। তাদের কাউকেই ছাড় দিব না। শহীদদের রক্ত বৃথা যেতে দিব না। অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া যাবে না।


বক্তারা  শেখ হাসিনার ফাঁসির দাবীর পাশা পাশি,১নং মইলাকান্দা ইউনিয়ের  জনপ্রিয় চেয়ারম্যান মোঃরিয়াদুজ্জামান রিয়াদের মুক্তির শ্লোগান দেয় এবং বলে রিয়াদ চেয়ারম্যানকে মিথ্যা মামলা থেকে দ্রুত  মুক্তি দিতে হবে।


বিক্ষোভ মিছিলে বি এন পি কৃষকদল ,যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল সহ  বি এন পির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও মিডিয়ার কর্মীরা উপস্হিত ছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads