দুর্ঘটনা

সেনবাগে পিকআপ চাপায় বাইসাইকেল থাকা শিশু নিহত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৪ সেপ্টেম্বর, ২০২৩

সেনবাগ(নোয়াখালী)প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে এলপিজি গ্যাস সিলিন্ডাল বাহী দ্রুত গতির পিকআপ চাপায় মোঃ মাইন উদ্দিন (১৩) নামের এক বাইসাইকেল আরোহী শিশু নিহত হয়েছে। শিশু মাইন উদ্দিন সেনবাগ উপজেলার কাবিলপুর ইউপির পশ্চিম লালপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা আবুল খায়েরের বাড়ির মৃত আলাউদ্দিনের ছেলে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার সেনবাগ-সোনাইমুড়ী সড়কের সাহাপুর পূর্বালী ব্রিকফিল্ড সংলগ্ন বাবুলে বাড়ির সামনে ওই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে, ঘাতক পিকআপটি আটক করা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, উপজেলা লালপুর গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে মাঈন উদ্দিন বুধবার বিকেলে একই ইউপির কাবিলপুর গ্রামের হেদায়েত উল্লার নতুন বাড়ির খালা তাসলিমা আক্তারের বাড়িতে বেড়াতে আসে।এরপর বৃহস্পতিবার বেলা ১১টারদিকে ওই বাড়ির সালা উদ্দিনের ছেলে সহপাটি পিয়াস সহ  একটি বাইসাইকেল নিয়ে দুইজন সেনবাগ-সোনানইমুড়ী সড়কের সাহাপুর পূর্বালী ব্রিকফিল্ড সংলগ্ন বাবুলের বাড়ির সামনে পৌছালে পিছন থেকে এলপিজি গ্যাস সিলিন্ডাল বাহী দ্রুত গতির একটি পিকআপ বাইসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশু মাইন উদ্দিন নিহত হন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads