‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ দিয়ে বক্তব্য শেষ করলেন সুলতান মনসুর

সুলতান মনসুর

ছবি : সংগৃহীত

রাজনীতি

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ দিয়ে বক্তব্য শেষ করলেন সুলতান মনসুর

মুক্তি চাইলেন খালেদা জিয়ার

  • আবু তাহের চৌধুরী, সিলেট
  • প্রকাশিত ২৫ অক্টোবর, ২০১৮

সরকারবিরোধী রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ উচ্চারণে বক্তৃতা শেষ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঐক্যফ্রন্টের নেতা সুলতান মোহাম্মদ মনসুর। গতকাল বিকালে সিলেট রেজিস্ট্রারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত সমাবেশে তিনি তার বক্তব্য এভাবেই শেষ করেন। সুলতান মনসুর বলেন, সিলেটে এমন কোনো দিন নেই যেদিন তিনি স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেননি। এমন কোনো দিন নেই যেদিন তিনি বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করেননি। তিনি বলেন, রাজনীতিতে মতবিরোধ থাকলেও প্রতিপক্ষকে আক্রমণ করার নীতি থেকে সরে আসতে হবে। সিলেটের মানুষ কখনোই মাথা নিচু করে হাঁটেনি। সব সময় মাথা উঁচু করে হাঁটে। সিলেটের মানুষের টাকাসহ দেশের মানুষের কোটি কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার হয়ে যাচ্ছে।

বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে সুলতান মনসুর বলেন, যেটি কারাগার নয় সেটিকে কারাগার বানিয়ে তাকে আটক রাখা হয়েছে।

সরকার ও সরকারপ্রধানকে খালেদা জিয়াকে মুক্তিসহ দেশে সব ধরনের জুলুম-অত্যাচার বন্ধ করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, রেফারি ও খেলার দল এক হলে হবে না।

দেশ আজ ডাকাতের কবলে- রব : সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, দেশ আজ ডাকাতের হাতে পড়েছে। এদেরকে পরাজিত করে বিজয়ের জনসভা সিলেটেই হবে।

সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, অনেক নেতাকর্মীকে গ্রেফতার করেছেন। আর একজনকে গ্রেফতার করলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামবেন ফ্রন্টের নেতারা। এ লড়াই বাঁচার লড়াই, এই লড়াই ভোটের লড়াই। এ লড়াইয়ে ফ্রন্ট বিজয়ী হবেই।

সরকারের খায়েশ পূরণ হবে না- মোশাররফ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনগণের দাবি মেনে নিয়ে নিরপেক্ষ নির্বাচন দিতে সরকার ভয় পাচ্ছে। কারণ তারা জেনে গেছে মানুষের হাজার হাজার কোটি টাকার হিসাব দিতে হবে। তারা বিরোধী দলকে দমন-পীড়ন করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ জাতীয় নেতৃবৃন্দকে জেলে বন্দি রেখে যেনতেন নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে চায়। সরকারের এই খায়েশ পূরণ হবে না। জনগণকে সঙ্গে নিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতেই জাতীয় ঐক্যফ্রন্ট করা হয়েছে।

সরকারের এত ভয় কেন- মঈন খান : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, দেশে এখন গণতন্ত্র মৃত, মানবাধিকার ও সুশাসন নেই। সরকার বলছে লাখ লাখ, হাজার হাজার কোটি টাকার উন্নয়ন করেছে। তাহলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে এত ভয় কেন?

তিনি বলেন, বিএনপিসহ ফ্রন্টের নেতারা রাজপথে নেমেছেন। তারা খালেদা জিয়াকে মুক্ত না করে ঘরে ফিরে যাবেন না। সারা দেশের মানুষ সরকারের বিরুদ্ধে এক হয়েছে, আওয়ামী লীগকে একঘরে করে দেওয়া হবে।

কাউকে ওয়াক ওভার দেওয়া হবে না- মান্না : সমাবেশে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, এবার কেউ ওয়াক ওভার নিয়ে ক্ষমতায় থাকতে চাইলে সেটি কখনো পূরণ হবে না। ওয়াক ওভার নিয়ে কাউকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। এজন্য সবাইকে লড়াই করতে হবে।

দেশের জনগণ ১৫ আগস্ট চায় না- জাফরুল্লাহ চৌধুরী : সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশের জনগণ ১৫ আগস্ট চায় না, ২১ আগস্টের পুনরাবৃত্তি চায় না। জনগণ জিয়াউর রহমানের মর্মান্তিক ঘটনারও পুনরাবৃত্তি চায় না। জনগণ একটা শান্তির বাংলাদেশ চায়।

সমাবেশে তিনি প্রস্তাব রেখে বলেন, এই লক্ষ্যকে সামনে রেখে আগামী ৪ নভেম্বর বনানী কবরস্থানে গিয়ে ’৭৫-এর ১৫ আগস্টে শহীদদের কবর জিয়ারত করে সংসদ ভবন এলাকায় জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে চান। সেখান থেকে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও শ্রদ্ধা জানাতে চান।

সময় বেশি নেই পদত্যাগ করুন- দুদু : ‘ছাল-বাকল নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছে’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের জবাবে তাকে উদ্দেশ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সময় আর বেশি নেই। নভেম্বরের আগেই পদত্যাগ করুন। নইলে কার ছাল-বাকল থাকে না সেটা সপ্তাহখানেক পরে বুঝতে পারবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads