হাসপাতালে ভালো আছেন খালেদা জিয়া। ভর্তির দিন কারাবন্দি সাবেক এই প্রধানমন্ত্রীকে অসুস্থ মনে হয়েছিল। ওইদিন তার চোখেমুখেও ফুটে উঠেছিল সে অভিব্যক্তি। গতকাল বুধবার দুপুরে তাকে কেবিন থেকে হুইলচেয়ারে নিচে নামানো হয়। ওই সময় অনেকটা সুস্থ দেখা গেছে তাকে।
গত ৬ অক্টোবর হাসপাতালে ভর্তির পর গতকাল দুপুরে প্রথমবার তাকে কেবিন থেকে বাইরে আনা হয়। প্রথমে তাকে হাসপাতালের ছয়তলার কেবিন থেকে নিচতলায় সিটি স্ক্যান রুমে নেওয়া হয় হুইলচেয়ারে করে। সেখানে তার সিটি স্ক্যান করা হয়। পরে তাকে আবার কেবিনে ফিরিয়ে নেওয়া হয়।
এ সময় উপস্থিত সাংবাদিকদের কাছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা তুলে ধরেন হাসপাতালের পরিচালক আবদুল্লাহ আল হারুন। তিনি বলেন, খালেদা জিয়া ভালো আছেন। হাসপাতালে ভর্তি করার পর তার স্বাস্থ্যের কোনো অবনতি হয়নি বরং স্থিতিশীল রয়েছে। শিগগিরই তার স্বাস্থ্যের উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরো বলেন, বিএনপি নেত্রীর চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকরা সার্বক্ষণিক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। চিকিৎসকরা প্রথমে বুঝতে পারছিলেন না কেন তিনি গত মঙ্গলবার বুকে ব্যথা অনুভব করেছেন। এ কারণে তার ফুসফুসের সিটি স্ক্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতালে ভর্তির পর থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো অবনতি ঘটেনি।
এদিকে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকদের কাছে অভিযোগ করে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। দায়িত্বরত চিকিৎসক নজরুল ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে মেডিকেল বোর্ডের পছন্দের চিকিৎসক দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গেও খালেদা জিয়াকে দেখা করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
বুকে ব্যথার জন্য সিটি স্ক্যান করা হয়েছে বলে হাসপাতাল পরিচালক সাংবাদিকদের কাছে যে বক্তব্য রেখেছেন তার সঙ্গে দ্বিমত পোষণ করে ডা. জাহিদ বাংলাদেশের খবরকে বলেন, গত সপ্তাহে খালেদা জিয়ার জ্বর ছিল। এজন্য কাশিও হয়েছিল। তাই তার পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।
ডা. জাহিদের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে হাসপাতালের পরিচালক বাংলাদেশের খবরকে বলেন, পরীক্ষা-নিরীক্ষা করতে বিএনপি নেত্রীকে যখন নিচে নামানো হয় তখন মেডিকেল বোর্ডের সদস্য ছাড়া খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন উপস্থিত ছিলেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতের নির্দেশে ৬ অক্টোবর বিকালে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে ৬১১ নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন।