৫ম দফায় কুমিল্লার ১৩ উপজেলায় নির্বাচন ৩১ মার্চ

ছবি : সংগৃহীত

সারা দেশ

৫ম দফায় কুমিল্লার ১৩ উপজেলায় নির্বাচন ৩১ মার্চ

  • খায়রুল আহসান মানিক, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত ২ মার্চ, ২০১৯

আগামী ৩১ মার্চ ৫ম দফা উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার ১৭ উপজেলার ১৩টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়াদ উত্তীর্ন না হওয়ার ৪টিতে নির্বাচন হবে না। যে সকল উপজেলায় নির্বাচন হবে, সে গুলো হলো চৌদ্দগ্রাম, লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, বরুড়া, মেঘনা, হোমনা, তিতাস, চান্দিনা, মুরাদনগর, দেবীদ্বার, ব্রাহ্মণপাড়া ও বুড়িচং। এ সকল উপজেলায় ইউনিয়ন সংখ্যা ১৫৬টি। উপজেলা সমূহের মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৫৯ হাজার ৫৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৯২ হাজার ৭৩২ জন এবং মহিলা ভোটার ১৪ লাখ ৬৬ হাজার ৮২৫ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১ হাজার ১৯টি। ভোট কক্ষের সংখ্যা ৬ হাজার ৮১১ টি। কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম এই তথ্য জানিয়েছেন।

তথ্য অনুসারে, চৌদ্দগ্রামে ১৩টি ইউনিয়নে ভোটার সংখ্যা ৩ লাখ ২৮ হাজার ৪৮৪ জন। পুরুষ ভোটার ১ লাখ ৬৫ হাজার ৭৪৪ জন এবং মহিলা ১ লাখ ৬২ হাজার ৭৪০ জন ভোট কেন্দ্র ১০৭টি। লাকসামের ৮টি ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৬১৭ জন। পুরুষ ভোটার ৯৬ হাজার ২১৭ জন এবং মহিলা ভোটার ৯৪ হাজার ৪০০ জন। ভোট কেন্দ্র ৬৬টি। মনোহরগঞ্জে ১১টি ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৪০৮ জন। পুরুষ ভোটার ৮৬ হাজার ৩১৫ জন এবং মহিলা ভোটার ৮৫ হাজার ৯৩ জন। ভোট কেন্দ্র ৬০টি। নাঙ্গলকোটের ১৬টি ইউনিয়নে ভোটার সংখ্যা ২ লাখ ৬৯ হাজার ৫০৬ জন। পুরুষ ভোটার ১ লাখ ৩৫ হাজার ৫৩৮ জন এবং মহিলা ভোটার ১ লাখা ৬০ হাজার ৯৬৮ জন। ভোট কেন্দ্র ৯০টি। বরুড়া উপজেলার মোট ভোটার ২ লাখ ৯৬ হাজার ৯৩৬ জন। পুরুষ ভোটার ১ লাখ ৪৮ হাজার ১০৭ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৪৮ হাজার ৮২৯ জন। ভোট কেন্দ্র ৯৯টি। মেঘনা উপজেলার ৮টি ইউনিয়নে ভোটার সংখ্যা ৮৮ হাজার ৬২৮ জন। পুরুষ ভোটার ৪৫ হাজার ৪৩২ জন এবং মহিলা ভোটার ৪৩ হাজার ১৯৬ জন। ভোট কেন্দ্র ৩৬টি। হোমনা উপজেলায় ৯টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯০ জন। পুরুষ ভোটার ৭৭ হাজার ৭১৭ জন এবং মহিলা ভোটার ৭৫ হাজার ৭৩ জন। ভোট কেন্দ্র ৩৬টি। তিতাস উপজেলার ৯ টি ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ৩৮৩ জন। পুরুষ ভোটার ৬৮ হাজার ৯৪৪ জন এবং মহিলা ৬৮ হাজার ৪৩৯ জন। ভোট কেন্দ্র ৪৬টি। চান্দিনা উপজেলায় ১৩ টি ইউনিয়নে ভোটার সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ৭২১ জন। পুরুষ ভোটার ১ লাখ ২৭ হাজার ৫৯৩ জন এবং মহিলা ভোটার ১ লাখ ২৭ হাজার ১২৮ জন। ভোট কেন্দ্র ৮৩টি। মুরাদনগর উপজেলায় ২২টি ইউনিয়নে ভোটার সংখ্যা ৩ লাখ ৮৩ হাজার ১৫৮ জন। পুরুষ ভোটার ১ লাখ ৯৩ হাজার ১৯৯ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৮৯ হাজার ৯৫৯ জন। ভোট কেন্দ্র ১৩৭টি। দেবীদ্বার উপজেলায় ১৫ টি ইউনিয়নে ভোটার সংখ্যা ৩ লাখ ১৬ হাজার ৮৮২ জন। পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৪৬৭ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৫৬ হাজার ৪১৫ জন। ভোট কেন্দ্র ১১০টি। ব্রাহ্মণপাড়া উপজেলায় ৮টি ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লাখ ৫২ হাজার ১৬৩ জন। পুরুষ ভোটর ৭৭ হাজার ১৬৫ জন এবং মহিলা ভোটার ৭৪ হাজার ৯৯৮ জন। ভোট কেন্দ্র ৫৬ টি। বুড়িচং উপজেলায় ৯ টি ইউনিয়নে ভোটার সংখ্যা ২ লাখ ১৬ হাজার ৮৮১ জন। পুরুষ ভোটার ১ লাখ ১০ হাজার ২৯৪ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৬ হাজার ৫৮৭ জন। ভোট কেন্দ্র ৭৪টি।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহঙ্গীর আলম বলেন, আগামী ৩১ মার্চ জেলার ১৩ উপজেলা পরিষদের ভোট গ্রহণ হবে। এ সকল উপজেলার ভোটার তালিকা ও ভোট কেন্দ্রের সংখ্যা চুড়ান্ত হয়েছে। ভোট গ্রহণের প্রস্তুতি নেয়া হয়েছে। তফসিল অনুসারে নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে। আশা করছি নির্বাচন সুষ্টু ও শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হবে। এ জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads