নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার ব্রহ্মপুত্র নদের নদের তীরে কাফুরদী এলাকায় আজ শনিবার সকালে অজ্ঞাত (২৫) যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু মন্ডল জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাফুরদী এলাকায় ব্রহ্ম পুত্র নদের তীরে একটি অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। লাশের পরনে ছিল গেঞ্জি ও ফুল প্যান্ট। ধারনা করা হচ্ছে দুষ্কৃতকারীরা গলাকেটে হত্যা করে লাশ নদের তীরে ফেলে রেখে যায়।
এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, একটি গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। সোনারগাঁও থানা পুলিশ এ হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে।