গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন

সংগৃহীত

রাজনীতি

৩০ ডিসেম্বর গণতন্ত্রের কবর রচনা হয়েছে : ড. কামাল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৯ মার্চ, ২০১৯

৩০ ডিসেম্বরের ‘কলঙ্কিত ও তথাকথিত’ জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে বলে অভিযোগ করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। শনিবার গণফোরামের সভাপতি পরিষদের সভায় তিনি এ কথা বলেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ড. কামাল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন কায়েম ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্যকে সুদৃঢ় ও জোরদার করতে হবে। জনগণ বর্তমান অবস্থার পরিবর্তনের জন্য সচেষ্ট। এ লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে। 

ভায় দলের কেন্দ্রীয় কাউন্সিলের জন্য আগামী ২৭ এপ্রিল দিন নির্ধারণ করার পাশাপাশি সভাপতি পরিষদ সদস্যদের নেতৃত্বে কাউন্সিলের আগেই জেলা সম্মেলন ও সফরসূচি সম্পন্ন করার সিদ্ধান্ত হয়।

সভায় অন্যদের মধ্যে গণফোরাম নেতা মোস্তফা মোহসীন মন্টু, মফিজুল ইসলাম খান কামাল, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট এসএম আলতাফ হোসেন, মোকাব্বির খান, অ্যাডভোকেট শান্তিপদ ঘোষ, অ্যাডভোকেট তবারক হোসেইন, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, আ ও ম শফিক উল্লাহ, মোশতাক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে গত ১২ জানুয়ারি চলতি বছরের ২৩-২৪ মার্চ কাউন্সিলের ঘোষণা দিয়েছিল দলটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads