চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অন্তত ১৫টি দোকানঘর ও ৫টি গোডাউন পুড়ে গেছে। শনিবার দুপুর ২টার দিকে বাবুরহাট বাজার সড়কের পাশের দোকানের জেনারেটর বিস্ফোরণ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
চাঁদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ জানান, সকাল থেকে বাবুরহাট বাজারে বিদ্যুৎ ছিলোনা। সারাদিন জেনারেটর চালু থাকায় প্রাথমিকভাবে আমরা ধারণা করছি বৈদ্যুতিক জেনারেটর থেকে আগুনের সূত্রপাত। এতে অন্তত ১৫টি দোকানঘর পুড়ে গেছে। এর মধ্যে রয়েছে ৪ টি বড় জেনারেটর, হার্ডওয়্যার, মুদি, খাবার হোটেল, জুতার দোকান, স্বার্ণের দোকান, ইলেক্ট্রনিক্স শো-রুম, ফলের দোকান ও রংয়ের দোকান।
খবর পেয়ে চাঁদপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আনুমানিক দেড় কোটি লাখ টাকার ক্ষয়ক্ষতি হওয়ার আশংকা রয়েছে।