হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত এক

রাজধানীর হাতিরঝিল

সংরক্ষিত ছবি

দুর্ঘটনা

হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত এক

  • যশোর প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ অক্টোবর, ২০১৮

রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। ঐ ঘটনায় আহত হয়েছে এক জন।

মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। হাতিরঝিল থানার এসআই সুব্রত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত যুবকের নাম রেদওয়ানুল কবির (৩০)। আহত যুবকের নাম মো. মিঠুন (৩০)। রেদওয়ানুল কবির রাজধানীর আদাবর এলাকার মান্নান কবিরের ছেলে এবং আহত মিঠুন একই এলাকার নুরুল হক ছেলে।

হাতিরঝিল থানার এসআই সুব্রত জানান, ভোরে রামপুরার দিকে যাওয়ার সময় হাতিরঝিলের মহানগর সেতুর কাছের এ দুর্ঘটনায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন ওই দুই যুবক। সকাল সাতটার দিকে পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সকাল আটটার দিকে রেদওয়ানুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। লাশ মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads