কক্সবাজার হবে আগামী দিনের সিঙ্গাপুর : মুজিবুর রহমান

কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান

সংগৃহীত ছবি

ফিচার

কক্সবাজার হবে আগামী দিনের সিঙ্গাপুর : মুজিবুর রহমান

  • প্রকাশিত ২৩ অক্টোবর, ২০১৮

কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেছেন, কক্সবাজার হবে আগামী দিনের সিঙ্গাপুর। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কক্সবাজারকে সেভাবেই সাজাচ্ছেন। এখানে প্রায় ৩ লাখ কোটি টাকার প্রকল্পের কাজ চলছে। এগুলো ঠিকমতো বাস্তবায়ন হলে কক্সবাজার থেকেই জাতীয় বাজেটে বিশাল অঙ্কের টাকা জোগান দেওয়া যাবে। আর কক্সবাজার পৌরসভার মেয়র হিসেবে বলতে পারি, আমি দায়িত্ব নেওয়ার পরে যখন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, তখন তিনি নিজেই বলেছেন- তোমার কী লাগবে? আমি না চাইতেই তিনি কক্সবাজার পৌরসভাকে সাজাতে ১৫০ কোটি টাকা দিয়েছেন, যা দিয়ে আমি কক্সবাজারকে নতুন সাজে সাজানোর কাজ করছি। এ ছাড়া পৌরসভায় ইউজিএফ প্রকল্পের বেশ কয়েকটি প্রকল্পের কাজ চলছে। এতে কক্সবাজার পৌরসভা হবে আগামী দিনের একটি স্বপ্নের শহর। তবে সমস্যাও আছে। এখানে যানজট হচ্ছে প্রধান সমস্যা। সেজন্য প্রধান সড়কটি প্রশস্ত করা খুব জরুরি। গত সপ্তাহে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কক্সবাজারে এলে আমি তার কাছে প্রধান সড়কের বিষয়টি উপস্থাপন করলে তিনি জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীকে প্রধান সড়কের কাজ করার নির্দেশ দেন। তাই আমি আশা করছি, দ্রুত প্রধান সড়কটির সংস্কার কাজ শুরু হবে। এতে যানজট কিছুটা কমবে। এ ছাড়া যানজট কমাতে শহরের বাইরে থেকে আরো দুটি রাস্তা নির্মাণের কাজ অনেক দূর এগিয়েছে। সেগুলো হয়ে গেলে শহরের যানজট কমবে। দায়িত্ব নেওয়ার পর শহরের ময়লা-আবর্জনা দ্রুত অপসারণের জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছি। এছাড়া পৌরসভার পক্ষ থেকে পর্যটকদের সেবার জন্য একটি আলাদা সেল গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads