প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের একটি কমিউনিটি ক্লিনিক। মৌলভীবাজারের সাধুহাটি কমিউনিটি ক্লিনিক এই উদ্যোগের সাফল্যের অন্যতম একটি উদাহরণ। যেখানে গ্রামীণ জনপদের মা ও শিশু মৃত্যুহার কমিয়ে আনতে ক্লিনিকটি অনন্য ভূমিকা রাখছে। সেই সঙ্গে এরই মধ্যে পাঁচশ শিশুর নিরাপদ প্রসবের মাইলফলক স্পর্শ করেছে কমিউনিটি ক্লিনিকটি।
মৌলভীবাজারের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত সাধুহাটি কমিউনিটি ক্লিনিকটি ২০১১ সালে আবার চালু করার পর ক্লিনিকটি হয়ে উঠেছে মা ও শিশু স্বাস্থ্যসেবাসহ গ্রামীণ এই জনপদের চিকিৎসাসেবার ভরসাস্থল। এই ক্লিনিকে পাঁচশতম শিশুর নিরাপদ ও স্বাভাবিক প্রসব হয়েছে।
বাড়ির পাশে বিনা খরচে এ ধরনের সেবা পেয়ে আনন্দিত সাধুহাটি কমিউনিটি ক্লিনিকে জন্মগ্রহণকারী পাঁচশতম শিশুর পিতা হেলাল আহমদ ও তার পরিবার।
এখানে মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং পাঁচশটি শিশুর নিরাপদ ও স্বাভাবিক প্রসবে সহায়তা করেছেন প্রশিক্ষিত স্বাস্থ্য সহকারী আছিয়া বেগম।
স্বাস্থ্য সহকারী ও প্রসব সহায়তাকারী আছিয়া বেগম বলেন, নিজেকে মানবসেবায় নিয়োজিত করেছেন তিনি। তবে এ ক্লিনিকে সেবার মান আরো বাড়াতে অক্সিজেন সরবরাহসহ আধুনিক সুবিধা বাড়ানোর দাবি তার।
এখন এ এলাকার মানুষকে ২৫ কিলোমিটার দূর জেলা সদরে যেতে হয় না। ঘরের কাছেই তারা পাচ্ছেন কাঙ্ক্ষিত সেবা। ক্লিনিকসহ মাঠপর্যায়েও সাধারণ মানুষের স্বাস্থ্য পরামর্শে ছুটে যাচ্ছেন কর্মীরা। শুধু সাধুহাটি নয়, আশপাশের গ্রাম এবং ইউনিয়ন থেকেও এখানে ছুটে আসছেন রোগীরা।
সাধুহাটি কমিউনিটি ক্লিনিক ও আছিয়া বেগমকে সার্বিক সহযোগিতাসহ আধুনিক সুবিধা বাড়াতে যথাযথ কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলে জানিয়েছেন ডা. বিনেন্দু ভৌমিক ।
মৌলভীবাজারের কমিউনিটি ক্লিনিকে এমন সাফল্যে মা ও শিশু স্বাস্থ্যসেবা ক্ষেত্রে এটি একটি বড় আর্জন।