কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে আওয়ামী লীগের প্রার্থী মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা থেকে জানা যায়, সুবিদ আলীর বার্ষিক আয় ১ কোটি ১২ লাখ ৪২ হাজার ২৩৫ টাকা। তিনি কৃষি ও মৎস্য, বাড়িভাড়া, সংসদ সদস্যের সম্মানী ও পেনশন, ব্যাংক সুদ থেকে এই টাকা আয় করেন। তার কাছে নগদ টাকা আছে ৬ লাখ ৫২ হাজার ৭১৭। স্ত্রীর কাছে আছে ৬ লাখ ৩৬ হাজার ৩১৫ টাকা। ব্যাংকে জমা আছে ২৫ লাখ ১১ হাজার ৫৮০ টাকা। ব্যাংকে স্ত্রীর টাকা রয়েছে ৬ লাখ ২৬ হাজার ৮৫০ টাকা। তার কাছে থাকা গাড়ির মূল্য ৬৪ লাখ ২০ হাজার টাকা। স্বর্ণ রয়েছে ৩৪ হাজার ১২০ টাকার। ইলেকট্রনিকস সামগ্রী রয়েছে ২ লাখ ৭০ হাজার টাকার। আসবাবপত্র রয়েছে ২ লাখ ৫০ হাজার টাকার। সুবিদ আলী ভূঁইয়ার তিনটি মামলা ছিল। সেগুলো স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় প্রত্যাহার করেছে।