সুব্রত চৌধুরীর আসবাবের দাম দুই হাজার টাকা!

গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী

সংরক্ষিত ছবি

রাজনীতি

সুব্রত চৌধুরীর আসবাবের দাম দুই হাজার টাকা!

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ ডিসেম্বর, ২০১৮

গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরীর বাসায় থাকা আসবাব ও ইলেকট্রনিক সামগ্রীর মূল্য সাকল্যে ২ হাজার টাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনে দেওয়া তার হলফনামায় এই তথ্য দিয়েছেন তিনি। ঢাকা-৬ সংসদীয় আসন থেকে এবার ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের এই নেতা।

হলফনামায় দেওয়া তথ্য অনুসারে, সুব্রত চৌধুরীর বার্ষিক আয় ৯ লাখ ২০ হাজার টাকা। হাতে নগদ ৩ লাখ ১ হাজার ৫০০ টাকার পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে আরো ৩ লাখ ২১ হাজার ৪৬৮ টাকা। আছে ৫ লাখ টাকার মোটরযান।

সুব্রত চৌধুরী বছরে ব্যাংক সুদ থেকে ৭ হাজার ৩৯৪ টাকা পান। অস্থায়ী সম্পদের হিসাবে তিনি উপহার হিসেবে পাওয়া ২০ ভরি সোনা থাকার কথা উল্লেখ করেছেন। এ ছাড়া তার স্ত্রীর ব্যাংক হিসাবে জমা ১ লাখ ৫০ হাজার টাকা, পাশাপাশি তার নামে ২ লাখ ৪৫ হাজার টাকার মোটরযানের হিসাব উল্লেখ রয়েছে।

স্থায়ী সম্পদের হিসাবে সুব্রত চৌধুরী কেবল ৫ হাজার টাকার অকৃষিজমি এবং যৌথ মালিকানায় থাকা ৪২ লাখ ৯৬ হাজার ৯৬০ টাকার বাড়ি ও অ্যাপার্টমেন্টের হিসাব দেখিয়েছেন। হলফনামায় তার নামে আইএফআইসি ব্যাংক থেকে নেওয়া ২১ লাখ ৭৪ হাজার ১৩৬ টাকা গৃহঋণের কথা উল্লেখ আছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads