বেশ কিছু দিন অভিনয়ে অনিয়মিত থাকার পর আবারো ব্যস্ত হয়ে উঠছেন ছোটপর্দার প্রিয় মুখ কল্যাণ কোরাইয়া। অভিনয়ে ফিরেই অভিনেত্রী ঈশানার সঙ্গে জুটিবদ্ধ হয়ে চারটি নাটকের কাজ শেষ করেছেন কল্যাণ। ২৭ নভেম্বর থেকে আরো তিনটি নাটকের কাজ করবেন তারা।
কল্যাণ-ঈশানা অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে মিজানুর রহমান লাবুর ‘সুন্দর তুমি যন্ত্রণা’, ও ‘উত্তরের যাত্রা’, আলী সুজনের ‘নিঃশব্দ বিচরণ’ এবং সাকিব রায়হানের ওয়েব সিরিজ ‘ডিটেকটিভ লাভলু মিয়া’ নিয়ে আশাবাদী কল্যাণ ও ঈশানা। এই ওয়েব সিরিজে গোয়েন্দা পুলিশের চরিত্রে অভিনয় করেছেন তারা। নাটকগুলোয় অভিনয় করা প্রসঙ্গে কল্যাণ কোরাইয়া বলেন, ‘মাঝে বেশ খারাপ সময় গিয়েছে আমার। ঈশ্বরের কল্যাণে এখন বেশ কিছু ভালো কাজ করছি। এরই মধ্যে অনেকগুলো নাটকের কাজ শেষ করেছি যার অধিকাংশ নাটকে আমার বিপরীতে আছেন ঈশানা। ঈশানার অভিনয় জীবনের শুরু থেকেই তার সঙ্গে নাটকে কাজ করছি। সহশিল্পী হিসেবে ঈশানা খুব সহযোগিতাপরায়ণ। আশা করি আমাদের অভিনীত নতুন নাটকগুলো দর্শকের ভীষণ ভালো লাগবে।’
ইশানা বলেন, ‘এই মুহূর্তে আমি বেশকিছু ভালো গল্পের নাটকে অভিনয় করছি। সবগুলো নাটকেই আমার চরিত্রে দর্শক ভিন্নতা পাবেন। কল্যাণ ভাইয়ের সঙ্গেও প্রতিটি নাটকেরই গল্প সুন্দর। সহশিল্পী হিসেবে কল্যাণ ভাই সবসময়ই ভীষণ সহযোগিতাপরায়ণ। আমাদের একসঙ্গে কাজ হলে গল্প, আড্ডার মধ্য দিয়েই শুটিং শেষ হয়।’
বাকি তিন নাটকে অভিনয় করার জন্য আগামী ২৭ নভেম্বর দার্জিলিং রওনা করবেন কল্যাণ ও ঈশানা। চিত্রায়ণ শেষে ৩ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে তাদের। এর আগে, ইভান রেহান পরিচালিত ‘নির্বাপিত’ নাটকে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছিলেন কল্যাণ কোরাইয়া ও ঈশানা।