সালমান খানের বিপরীতে ‘ভারত’ ছবিতে অভিনয় করার জন্য বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন ক্যাটরিনা কাইফ। এ ছবিতে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন ক্যাট। এমনটাই জানা গেছে ছবির পরিচালক আলী আব্বাস জাফরের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন পরিচালক। ছবিতে দেখা গেছে দিল্লির একটি হোটেলের সুইমিং পুলে বসে ছবির স্ক্রিপ্ট পড়ছেন ক্যাট। ক্যাপশনে পরিচালক লিখেছেন, স্ক্রিপ্ট পড়ছেন ক্যাটরিনা কাইফ। আগামীকাল থেকে শুরু হচ্ছে ‘ভারত’ ছবির চিত্রায়ণ।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সারা বিশ্বের বিভিন্ন লোকেশন ঘুরে চিত্রায়ণ করেছেন ছবির টিমের সদস্যরা। সম্প্রতি লুধিয়ানা থেকে নিজের চিত্রায়ণ শেষ করে ফিরেছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। যার একটি স্থিরচিত্র তারা নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশও করেছিলেন।
২০১৯ সালে মুক্তির পরিকল্পনা নিয়ে কাজ করছেন পরিচালক আলী আব্বাস জাফর। সালমান-ক্যাটরিনা ছাড়াও ছবিতে আরো অভিনয় করছেন টাবু, দিশা পাটানি, সুনীল প্রমুখ।