রায়হান রাফি পরিচালিত ‘দহন’ ছবিটি মুক্তি পাচ্ছে ৩০ নভেম্বর। এরই মধ্যে ছবির ট্রেলার প্রকাশিত হয়েছে গত বৃহস্পতিবার। ট্রেলারে ব্যাপক আলোচিত জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবিটি। ‘দহন’ ছবিতে একজন চ্যালেঞ্জিং সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম।
বিশেষ এ চরিত্রটি নিয়ে আশাবাদী মম বলেন, ‘দহনের ট্রেলার প্রকাশের পর থেকেই বিশেষত কাছের মানুষদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। আমার ভাবনাতেও এখন ‘দহন’ ছাড়া অন্য কিছু নেই। কারণ ‘দহন’ এমনই একটি সময়োপযোগী গল্পের ছবি, যা হলে গিয়ে দেখার জন্য আমিই অপেক্ষা করছি। আমি অনেক বেশি আশাবাদী ছবিটি নিয়ে। আশা করছি ‘দহন’ বছরের শেষ প্রান্তে এসে বছরের অন্যতম আলোচিত একটি ছবি হতে যাচ্ছে।’
মম জানান, ‘দহন’ মুক্তির উপলক্ষে টানা কয়েক দিন প্রচারণায় অংশ নিচ্ছেন তিনি। যে কারণে বিভিন্ন শুটিং থেকে সাময়িক বিরতি নিয়েছেন এ অভিনেত্রী। এদিকে মম অভিনীত ‘স্বপ্নের ঘর’ ছবিটি চলতি বছরই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মুক্তি থেকে পিছিয়ে এসেছেন ছবির পরিচালক তানিম রহমান। অন্যদিকে চলতি বছরের শুরুর দিকে মুক্তি পেয়েছিল মম অভিনীত ‘আলতাবানু’ ছবিটি। ছবিতে আলতা চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পেয়েছিলেন মম।