দশম জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা (তালা-কলারোয়া) থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহর সম্পদ বেড়েছে ৫ গুণ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দল মনোনীত প্রার্থী ওয়ার্কার্স পার্টির এই পলিটব্যুরোর সদস্য রিটার্নিং কর্মকর্তার কাছে যে হলফনামা জমা দিয়েছেন তা থেকে এ তথ্য জানা যায়। হলফনামায় তার বার্ষিক আয় দেখিয়েছেন ২৪ লাখ ৮৩ হাজার ১৪৬ টাকা। অথচ দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের সময় দাখিল করা হলফনামায় তার বার্ষিক আয় ছিল দুই লাখ ৪০ হাজার টাকা। সেই হিসাবে পাঁচ বছরে বার্ষিক আয় ১০ গুণেরও বেশি বেড়েছে তার। ২০১৪ সালেও এ আসন থেকে মহাজোটের হয়ে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন মুস্তফা লুৎফুল্লাহ।
মনোনয়নপত্রের সঙ্গে অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহর দাখিল করা হলফনামায় দেখা যায়, তিনি সংসদ সদস্য হিসেবে ভাতাকে পেশা দেখিয়েছেন। তার শিক্ষাগত যোগ্যতা এলএলবি। বার্ষিক আয় ২৪ লাখ ৮৩ হাজার ১৪৬ টাকা। বামপন্থি এই নেতা পাঁচ বছরে কোটিপতি হয়েছেন। বেড়েছে অস্থাবর সম্পদ।