সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ১০ বছরে সম্পদ বেড়েছে ১৬ গুণ এবং আয় বেড়েছে ১৩ গুণ। ২০০৮ সালের নবম এবং ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া তার হলফনামা থেকে এই তথ্য পাওয়া যায়। তিনি বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য।
মোতাহার হোসেন ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় ১৩ লাখ ৯৭ হাজার ৬৩০ টাকার সম্পদের (অস্থাবর ও স্থাবর) হিসাব দাখিল করেন। ১০ বছর পর ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনের হলফনামায় তিনি ২ কোটি ২৭ লাখ ২৬ হাজার ৪৫৯ টাকার সম্পদের (অস্থাবর ও স্থাবর) হিসাব দাখিল করেন। ওই হিসাব অনুযায়ী গত ১০ বছরে তার সম্পদ বেড়েছে মোট ১৬ গুণ।
তবে এ ব্যাপারে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে নৌকার বর্তমান প্রার্থী মোতাহার হোসেন বলেন, ২০০৮ সালের তুলনায় ২০১৮ সালে এসে সম্পদ ও আয় বৃদ্ধির বিস্তারিত বিবরণ হলফনামায় রয়েছে।