টাঙ্গাইলের সখীপুরে খাদ্য সামগ্রী নিয়ে অসহায় ও কর্মহীনদের পাশে দাঁড়িয়েছেন রফিক-সবুজ দুই ভাই। ওই দুইভাই উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা ছোট পাথার গ্রামের হাজী মোহাম্মদ লেবু মিয়ার ছেলে। করোনাভাইরাস সংকট মোকাবেলা ও রমজান মাস উপলক্ষে তারা ৬০টি পরিবারকে একমাসের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এছাড়া আরো ২৫ টি পরিবারকে নগদ তিন হাজার টাকা করে আর্থিক সহযোগিতাও করেছেন বলে জানা গেছে।
এ খবর ছড়িয়ে পড়লে কর্মহীন হয়ে পড়া শতাধিক পরিবার খাদ্য সামগ্রীর আশায় ওই দুই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন। পরে ছোট ভাই সবুজ আল মামুন তার বাংলাদেশী কানাডা প্রবাসী বন্ধুদের মাধ্যমে তহবিল সংগ্রহ করেন। এ তহবিল থেকে বহুরিয়া গ্রামের মসজিদ ভিত্তিক ২৫টি সমাজে তালিকা করে কমপক্ষে ২৫০টি পরিবারকে চাল, ডাল, তৈল, লবণ, পেঁয়াজ, চিনি, সেমাই, আতপ চাল, সবানসহ খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করেন।
এসব খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণের সময় বিশিষ্ট ব্যবসায়ী এসএ শাহীন, সাবেক ইউপি সদস্য আমির হোসেন, কালমেঘা ইলিমজান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাসেল আল মামুন, টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সুমন হোসেন সজিবসহ আমিনুল ইসলাম, নাহিদ সুলতান, কামরুজ্জামান কনক প্রমুখ উপস্থিত ছিলেন।
বড় ভাই রফিকুল ইসলাম রফিক বলেন, সকলের দোয়া ও সহযোগিতায় প্রথম ও দ্বিতীয় ধাপের বিতরণ কার্যক্রম শেষ হয়েছে। সকলে মিলে নিজ নিজ এলাকার জন্য কাজ করলে একদিন এই সমাজ থেকে দরিদ্রতা বিদায় নেবে। মানবিকতাও ছড়িয়ে পড়বে পাড়ায় পাড়ায় ৷ পরে তিনি ছোট ভাই সবুজের প্রবাসী বন্ধুদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।