নেত্রকোনার কলমাকান্দায় করোনা ভাইরাস মোকাবেলায় বেসরকারি সংস্থা (এনজিও) আশা অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণের জন্য সরকারি ত্রাণ তহবিলে খাদ্য সহায়তা প্রদান করেছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানার কাছে আশা কলমাকান্দা ব্রাঞ্চের উদ্যোগে আশা’র কর্মকর্তারা ২৫০ প্যাকেট খাদ্য সামগ্রী হস্তান্তর করেন । খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেট রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ, ১ লিটার তেল ও ১ প্যাকেট সেমাই।
এসময় উপস্থিত ছিলেন আশার কলমাকান্দা অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. ফরমান উল্লাহ ও আশা কলমাকান্দা সদরের সিনিয়র ব্রাঞ্চের ম্যানেজার আঞ্জুমান হাবিবসহ সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।