সখীপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

প্রতীকী ছবি

সারা দেশ

সখীপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ৯ মে, ২০১৯

টাঙ্গাইলের সখীপুরে গলায় ওড়না পেচানো অবস্থায় অজ্ঞাত নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাকড়জান ইউনিয়নের আমবাগ এলাকার সামাজিক বনানয়নের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে সখীপুর থানায় অজ্ঞাত নামে হত্যা মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, লাশের সুরতহাল দেখে ধারণা করা হচ্ছে হত্যাকারীরা বুধবার রাতে ওই যুবতীকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ বনের ভেতর ফেলে রেখে গেছে। লাশের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads