গোপালগঞ্জে শিল্প কারখানায় ব্যবহার্য নারকেল তেল বিক্রি, মেয়াদোত্তীর্ণ মাল ও গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে চারটি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আজ বৃহস্পতিবার ভোক্তা অধিরকার সংরক্ষণ অধিদফতরের গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন।
শামীম হাসান জানান, বৃহস্পতিবার সদর উপজেলার কাঠি বাজারে অভিযান চালানো হয়। এ সময় শিল্প কারখানায় ব্যবহার্য নারকেল তেল ভোজ্য তেল বলে ক্রেতাদের কাছে বিক্রির দায়ে মেসার্স কামাল স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য ও গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ওই একই বাজরে আরো ৩টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা বাজার কর্মকর্তা আরিফ হোসেন, ক্যাব, গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোজাহারুল হক বাবলু এ সময় উপস্থিত ছিলেন।