ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অভিযান চালিয়ে ৫৭ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। বুধবার রাতে ফুলবাড়িয়ার পলাশতলী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মো. আইয়ুব আলী(৫১), মো. রানা মিয়া (২৭)।
জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র ওসি শাহ কামাল আকন্দ জানান, ডিবি’র এস আই মো. আজিজুল হকের নেতৃত্বে একদল ডিবি পুলিশ পলাশীতলী এলাকায় অভিযান চালিয়ে ৫৭ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
গ্রেফতারকৃতদের ময়মনসিংহের আদালতে পাঠানো হয়েছে।