গাজীপুরের শ্রীপুরে পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ উপলক্ষে সড়কে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সাথে সহযোগিতায় থাকে শ্রীপুর থানা পুলিশ।
বেলা ১১টায় পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে শ্রীপুর থানা পুলিশের উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হওয়ার পর পরই শিক্ষার্থীরা শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কের শ্রীপুর চৌরাস্তায় অবস্থান নেয়। তারা সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন ও চালকের কাগজপত্র পরীক্ষা করেন। এ সময় তাদের সহযোগিতা করে শ্রীপুর থানার পুলিশের সদস্যরা। কোনো যানবাহনের কাগজপত্র ঠিক না থাকলে তারা যানবাহনগুলোর চাবি পুলিশের কাছে বুঝিয়ে দেয়। দুপুর ১টা নাগাদ হেলমেট না থাকায় অর্ধশতাধিক মোটরসাইকেল চালককে থামিয়ে সতর্ক করে দেয় শিক্ষার্থীরা।
শ্রীপুর থানার ওসি জাবেদুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা সড়কে ঘন্টাব্যাপী ট্রাফিক ব্যবস্থাপনার কাজ করে। এ সময় আমাদের পুলিশ সদস্যরা তাদের কাজে গতি আনতে সহায়তা প্রদান করে। এতে চালকদের পাশাপাশি তাদের নিজেদের মধ্যেও সচেতনতা তৈরি হবে। সবাই সচেতন হলে সড়ক নিরাপদ হবে।
তিনি বলেন, আমরা জনগণ ও পুলিশের মাঝে কোনো দুরত্ব আর ফারাক রাখতে চাই না। পুলিশই জনতা জনতাই পুলিশ এ সত্যটি প্রতিষ্ঠিত করতে চাই সকলের সহযোগিতায়।





