সংসদে যোগ দেবে না গণফোরামের নির্বাচিত এমপিরা : ড. কামাল

গণফোরামের প্রেসিডেন্ট ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন

সংগৃহীত ছবি

রাজনীতি

সংসদে যোগ দেবে না গণফোরামের নির্বাচিত এমপিরা : ড. কামাল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩১ জানুয়ারি, ২০১৯

গণফোরামের নির্বাচিত দুই এমপিকে সংসদে যোগ না দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির প্রেসিডেন্ট ড. কামাল হোসেন।

আজ বৃহস্পতিবার মতিঝিলে নিজের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. কামাল হোসেন এ কথা জানান।

ড. কামাল বলেছেন, ‘সংসদে যোগ না দিতে দলের সিদ্ধান্ত আমরা পরিষ্কারভাবে তাদের জানিয়েছি এবং তারা সংসদে যোগ দেবে না।’

এদিকে জাতীয় ঐক্যফ্রন্ট আগামী ২ ফেব্রুয়ারি গণভবনে চা চক্রে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জোটের পক্ষ থেকে এটাকে (চা চক্র) ‘তামাশা’ হিসেবে দেখা হচ্ছে।

ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে আমাদের হাজার হাজার নেতা-কর্মী কারাগারে রয়েছেন। অনেকেই নিহত হয়েছেন। অনেক প্রার্থীও আহত হয়েছেন।’

তিনি বলেন, ‘এ অবস্থায় প্রধানমন্ত্রীর চা চক্রের আয়োজন তামাশা ছাড়া আর কিছুই না। সুতরাং, আমরা মনে করি চা চক্রে যোগ দেয়ার কোনো প্রয়োজন নেই।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads