সারা দেশ

শৈলকুপার আদিল উদ্দিন কলেজের সভাপতি হলেন অধ্যাপক রওশান আরা আফরোজ

  • শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ জানুয়ারি, ২০২১

ঝিনাইদহের শৈলকুপার মালিথীয়া আদিল উদ্দিন ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হয়েছেন অধ্যাপক রওশান আরা আফরোজ। তিনি ধলহরাচন্দ্র ইউপি চেয়ারম্যান ও শৈলকুপাপ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মতিয়ার রহমান বিশ্বাসের পুত্রবধূ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনিরুজ্জামান স্বাক্ষরিত কলেজ অধ্যক্ষ বরাবর এক চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

সেখানে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯-এর ধারা ৭ অনুযায়ী গভর্নিং বডির বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী অফিসার, শৈলকুপা, ঝিনাইদহ এর মনোনয়ন পরিবর্তন করে তদস্থলে অবশিষ্ট মেয়াদের জন্য রওশান আরা আফরোজ-কে সভাপতি পদে মনোনয়ন দেয়া হলো।

রওশান আরা আফরোজ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী সহকারি অধ্যাপক। সভাপতি নির্বাচিত হওয়ায় তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। এছাড়া বিভিন্ন মহল তাকে ফুলেল শুভেচছা জানিয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads