বাংলাদেশের খবর

আপডেট : ২৪ January ২০২১

শৈলকুপার আদিল উদ্দিন কলেজের সভাপতি হলেন অধ্যাপক রওশান আরা আফরোজ


ঝিনাইদহের শৈলকুপার মালিথীয়া আদিল উদ্দিন ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হয়েছেন অধ্যাপক রওশান আরা আফরোজ। তিনি ধলহরাচন্দ্র ইউপি চেয়ারম্যান ও শৈলকুপাপ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মতিয়ার রহমান বিশ্বাসের পুত্রবধূ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনিরুজ্জামান স্বাক্ষরিত কলেজ অধ্যক্ষ বরাবর এক চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

সেখানে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯-এর ধারা ৭ অনুযায়ী গভর্নিং বডির বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী অফিসার, শৈলকুপা, ঝিনাইদহ এর মনোনয়ন পরিবর্তন করে তদস্থলে অবশিষ্ট মেয়াদের জন্য রওশান আরা আফরোজ-কে সভাপতি পদে মনোনয়ন দেয়া হলো।

রওশান আরা আফরোজ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী সহকারি অধ্যাপক। সভাপতি নির্বাচিত হওয়ায় তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। এছাড়া বিভিন্ন মহল তাকে ফুলেল শুভেচছা জানিয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১