শিবপুরের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নরসিংদীর শিবপুরের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন ও পৌরসভার সীমানা জটিলতা নিরসনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন সাংসদ জহিরুল হক ভূইয়া মোহন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

শিবপুরের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ জানুয়ারি, ২০১৯

নরসিংদীর শিবপুরের নানা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন ও পৌর সভার সীমানা জটিলতা নিরসনে মতবিনিময় সভা করা হয়েছে। আজ রবিবার দুুপুরে উপজেলা মিলনায়তনের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর আসনের নব নির্বাচিত সাংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন।

এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: হুমায়ূন কবীর, উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ খান, সাধারন সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মান্নান খান, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদ প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

আলোচনা সভায় শিবপুর উপজেলা মডেল মসজিদ, উপজেলা আধুনিক বাজার মার্কেট, পৌরসভা ভবন, পৌরসভা সীমানা জটিলতা নিরসন, পৌরসভা নির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা হয়।

এসময় এমপি মোহন শিবপুরের উন্নয়নের স্বার্থে সকলের সহযোগিতা চেয়েছেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads