বাগেরহাটে জেলা পর্যায়ে শিশু পুরস্কার প্রতিযোগীতা অনুষ্ঠিত

বাগেরহাটে জেলা পর্যায়ে শিশু পুরস্কার প্রতিযোগীতায় অংশগ্রহনকারীর একাংশ

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

বাগেরহাটে জেলা পর্যায়ে শিশু পুরস্কার প্রতিযোগীতা অনুষ্ঠিত

  • বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ জানুয়ারি, ২০১৯

বাগেরহাটে জেলা পর্যায়ে শিশু পুরস্কার প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বাগেরহাট জেলা সদরের বিভিন্ন ভেন্যুতে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিকেলে বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশনের এসিলাহা মিলানায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ সাইফুল ইসলাম।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আসাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর ফজলে সাঈদ, মহিলা আওয়ামী লীগের জেলা সভাপতি এ্যাড. সীতা রানী দেব নাথ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিযোগীতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ লাভ করে। তারা সমাজে ভালভাবে চলতে ও কথা বলতে শেখে।

প্রতিযোগীতায় ৩বিভাগে ৩০টি বিষয়ে বাগেরহাট জেলার ৯টি উপজেলার ৪ শতাধিক প্রতিযোগী অংশ নেয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads