করোনাভাইরাস (কোভিড-১৯) বৈশ্বিক মহামারি দুর্যোগে কর্মহীন দুস্থ ও অসহায় হয়ে পড়া মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেঁদে সম্প্রদায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আলহাজ্ব নূর মোহাম্মদ ট্রাস্ট। রোববার দুপুরে উপজেলা হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলার গোয়ালীমান্দ্রা, খড়িয়া ও কনকসার ইউনিয়নের প্রায় ৬০০ পরিবারের মাঝে চাল, ডাল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম।
এ সময় বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আসাদুজ্জামান, লৌহজং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুঃ রাশেদুজ্জামান, আলহাজ্ব নূর মোহাম্মদ ট্রাষ্টের সমন্বয়ক হাজী মাহবুবুল হক বক্তব্য রাখেন। আরও উপস্থিত ছিলেন হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা যমুন ব্যাংকের কর্মকর্তারা।