শ্রীপুরে অটোরিকশা কেড়ে নিয়ে শিশু খুন, গ্রেপ্তার ১

সংগৃহীত ছবি

সারা দেশ

শ্রীপুরে অটোরিকশা কেড়ে নিয়ে শিশু খুন, গ্রেপ্তার ১

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৭ জুন, ২০২০

গাজীপুরের শ্রীপুরে ব্যাটারিচালিত একটি অটোরিকশা কৌশলে কেড়ে নিয়ে হৃদয় হাসান ( ১২) এক শিশুকে হত্যা করা হয়েছে। উপজেলার বরমী ইউনিয়নের দরগারচালা পশ্চিমপাড়া এলাকার একটি জঙ্গল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়।  এ ঘটনায় জড়িত থাকায় অটো মেকানিক্স ইমন মিয়াকে (২০) আটক করেছে পুলিশ।

নিহত হৃদয় হাসান কাওরাইদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফকিরপাড়া গ্রামের সেলিম হোসেনের ছেলে। সে গুনিয়াকুড়ি কাওমি মাদ্রাসায় হাফিজিতে পড়ত। অভিযুক্ত ইমন মিয়া একই গ্রামের সুমন মিয়ার ছেলে। আটক ইমন মিয়া হত্যার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছেন।

স্বজনরা জানান, শনিবার বিকেলে শিশু  হৃদয় তার চাচার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ির পাশে ঘুরতে যায়।  এ সময় ইমন তাকে বাজার থেকে ব্যাটারি এনে দেওয়ার কথা বলে সাথে করে নিয়ে যায়।  এর পর হৃদয়কে জঙ্গলে নিয়ে হত্যা করে মাটিতে পুঁতে রাখে।

পরে একই দিন সন্ধ্যায় ইমন অটোরিকশাটি বিক্রির জন্য বরমীর পাঠানটেক গ্রামে নিয়ে যায়।  সেখানে বিক্রির চেষ্টার সময় সন্দেহ হলে লোকজন তাকে আটক করে আত্মীয়-স্বজনকে খবর দেয়।  স্বজনরা এসে ইমনকে নিয়ে যায়। অটোরিকশাটি হৃদয় নিয়ে গিয়েছিল এ খরব জানার পর এ নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে ইমন হত্যা করার বিষয়টি স্বীকার করে। পরে পুলিশ এসে ইমনকে আটক করে। ওইদিন রাতেই দরগাচালা জঙ্গল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

শ্রীপুর থানার এসআই আশীষ কুমার জানান,এ ঘটনায় হত্যাকারিকে আটক করা হয়েছে। আটকৃত ইমনকে কোর্টে পাঠানো হবে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads