রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত এক

বন্দুকযুদ্ধ

প্রতীকী ছবি

অপরাধ

রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত এক

  • রাজশাহী ব্যুরো
  • প্রকাশিত ৭ অক্টোবর, ২০১৮

রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ আলমগীর হোসেন আলো (৪৯) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর মতিহার থানার জাহাজঘাট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন নগরীর ডাঁশমারী এলাকার মৃত মুক্তার আলীর ছেলে। তিনি নগরীর ২৯ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সাবেক সভাপতি ছিলেন। এছাড়া গত রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ওই ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করে পরাজিত হন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানান, আলমগীর হোসেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। বিভিন্ন থানায় তার নামে মাদকের একাধিক মামলাও রয়েছে। তিনি মাদকসহ পুলিশের হাতে বিভিন্ন সময় গ্রেফতার হন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে নগরীর জাহাজঘাট এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক কেনাবেচার জন্য জড়ো হয়েছে। তখন ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে আলমগীর হোসেন আলোসহ চারজন আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা আলোকে মৃত ঘোষণা করেন।

আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads