চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দুর্ঘটনায় ৯ম শ্রেনীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলার পশ্চিম মির্জাপুর গ্রামের গোলাম কবিরের মেয়ে কবিতা (১৫)। সে মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী।
রবিবার সকাল সাড়ে ৮টার সময় এ দুর্ঘটনা ঘটে। নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জোবায়ের আহম্মদ জানান, রবিবার সকাল সাড়ে ৮টার সময় গোলাম কবির তার ছেলে ও মেয়ে কবিতাকে মোটর সাইকেলে নিয়ে তানোর উপজেলার মুন্ডমালা এলাকায় তার শ্যালক এর মৃত্যুর খবর পেয়ে যাচ্ছিল। নাচোল আমনুরা সড়কের পন্ডিতপুর ফায়ার সার্ভিস স্টেশনের পাশে গোলাম কবিরের মাথার ক্যাপ মাটিতে পড়ে গেলে তার মেয়ে ক্যাপটি কুড়াতে যায়, এসময় আমনুরা গামী একটি গরুভর্তি ভুটভুটি কবিতাকে চাঁপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
ঘটনার পর পুলিশ খবর পেয়ে কবিতার মৃতদেহ উদ্ধার করে। এদিকে ঘাতক ভুটভুটিকে স্থানীয় জনতা আটক করলেও চালক পালিয়ে যায়। এরিপোট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।