মুকসুদপুরে আগুনে পুড়ে ছাই তিন ঘর

আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা

প্রতিনিধির পাঠানো

সারা দেশ

মুকসুদপুরে আগুনে পুড়ে ছাই তিন ঘর

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৭ ফেব্রুয়ারি, ২০১৯

গোপালগঞ্জের মুকসুদপুরে আগুনে পড়ে গেছে তিনটি ঘর। আজ বুধবার সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ইউপি সদস্য কামরুল ইসলাম জানান, ওই গ্রামের জাহিদ শেখের বাড়ীর রান্না ঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এতে আগুন চার দিকে ছড়িয়ে পড়লে জাহিদ শেখের বসত ঘর, রান্না ঘর ও একটি গোয়াল ঘর পুড়ে যায়। পরে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।

বসত ঘরের মালিক জাহিদ শেখ জানান, আগুনে নগদ ১২ হাজার টাকাসহ অন্তত ৪ চার লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads