রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নিয়ে সংলাপ কমিটির সঙ্গে আলোচনা করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশন নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতরে রাকসু নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে যেসব দাবি জানানো হয়েছে সেগুলো হল- হলের বাইরে বা একাডেমিক ভবনে ভোটগ্রহণ; ভোটকেন্দ্রে সিসিটিভির ব্যবস্থা করা এবং শিক্ষার্থীরা যেন ভোটকেন্দ্রের অবস্থা দেখতে পারে তার ব্যবস্থা; ক্যাম্পাসে সব ক্রিয়াশীল ছাত্র সংগঠন নিয়ে পরিবেশ পরিষদ গঠন; খসড়া ভোটার তালিকা প্রকাশ; ক্যাম্পাসে একক আধিপত্য দল না থেকে সহাবস্থান নিশ্চিত করা; রাকসুর সভাপতি পদে ছাত্র প্রতিনিধির মধ্যে কেউ নির্বাচন করা; রাজনৈতিক নিষেধাজ্ঞা ও সান্ধ্য আইন প্রত্যাহারেরও দাবি জানান তারা।
এ বিষয়ে ছাত্র ফেডারেশনের সভাপতি কিংসুক কিঞ্জল বলেন, আমরা রাকসুর ব্যাপরে আশাবাদী। প্রশাসনও এ ব্যাপারে বেশ আগ্রহী। তবে আমরা চাই দ্রুত তফসিল ঘোষণা করে নির্বাচন দেওয়া। তাছাড়া আমরা চাই রাকসুর সভাপতি পদে ছাত্র প্রতিনিধির মধ্য থেকে নির্বাচন দেওয়া। যেভাবে ভিপি বা জিএস পদে ছাত্র প্রতিনিধিরা নির্বাচন করে। তবে রাকসুর কোষাধ্যক্ষ পদে বিশ^বিদ্যালয় প্রশাসন থেকে কাউকে দায়িত্ব দেওয়া হোক।
এসময় ছাত্র ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক সুব্রত কর্মকার, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মহব্বত হোসেন মিলন, প্রচার সম্পাদক ইসরাফিল আলম এবং সদস্য আসমা উষা, লটাস, অন্তু উপস্থিত ছিলেন।
বিশ^বিদ্যালয় প্রক্টর ও রাকসু সংলাপ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. লুৎফর রহমান জানান, ছাত্র ফেডারেশনের সঙ্গে বসা হয়েছে। আমরা পর্যায়ক্রমে সকলের সঙ্গে আলোচনায় বসে রাকসু নির্বাচন যথাযথ পদক্ষেপ গ্রহণ করবো।