মিরসরাইয়ে ইয়াবাসহ নারী আটক

ইয়াবাসহ আটক লাইলী বেগম

সংগৃহীত ছবি

অপরাধ

মিরসরাইয়ে ইয়াবাসহ নারী আটক

  • মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ অক্টোবর, ২০১৮

মিরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকা থেকে পাচারকালে ২ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়। আটককৃত নারীর নাম লাইলী বেগম (২৮)। সে ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার দক্ষিণ চেচরি রামপুর এলাকার নহুমান খানের মেয়ে ও শহীদুল ইসলামের স্ত্রী।

জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস আই আবেদ আলী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় হাজী পোল্টি লিঃ সংলগ্ন পূর্ব পার্শ্বে চট্টগাম থেকে ছেড়ে আসা ঢাকা মুখী রোহান পরিবহন তল্লাশী করে লাইলীকে আটক করা হয়। এ সময় নারী পুলিশ দ্বারা তারা কোমড়ে স্যালোয়ারের মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এই বিষয়ে জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে দায়ের করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads