চাঁপাইনবাগঞ্জের নাচোলে অবশেষে ওসির হস্তক্ষেপে ৫৫হাজার টাকা ফেরত পেল অসহায় নারী সেতারা খাতুন। অভিযোগসূত্রে জানা গেছে,নিয়ামতপুর উপজেলার মৃত সিরাজ উদ্দিনের মেয়ে সেতারা বেগম উপজেলার মোহম্মদপুর মৌজার ৩২ দাগের এক বিঘা জমি একই এলাকার মৃত খাবির মন্ডলের ছেলে শাজাহানের নিকট ৫৫ হাজার টাকায় ২ বছর মেয়াদে বর্গা দেন। মেয়াদ শেষে জমির মালিক শাজাহান সেতারাকে টাকা ফেরত না দিয়ে জোর পূর্বক জমি দখল নেয়। স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যাক্তিকে বিষয়টি অবহিত করে কোনো লাভ হয়নি । অবশেষে সেরাতা বাধ্য হয়ে নাচোল থানায় একটি অভিযোগ দাখিল করলে ওসির হস্তেক্ষেপে ,স্থানীয় সাংবাদিকদের সহযোগীতায় ও এসআই সবুর খানের প্রচেষ্টায় গতকাল শুক্রবার দুপুর সোয় ১২টার সময় অসহায় সেতারাকে ৫৫টাকা আদায় করে দেন।
এসময় উপস্থিত ছিলেন, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার ও সাধারণ সম্পাদক একেএম.জিলানী ও নাচোল রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ ইব্রাহীম ।