বাংলাভিশনের নিয়মিত অনুষ্ঠান ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’। দর্শকপ্রিয় এ অনুষ্ঠানের দর্শকের চাহিদা অনুযায়ী দেশের পরিচিত এবং জনপ্রিয় শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়। সে ধারাবাহিকতায় অনুষ্ঠানটির আজকে পর্বে অতিথি হিসেবে থাকছে জনপ্রিয় ব্যান্ড ‘ফিডব্যাক’। এমনটাই জানা গেছে বাংলাভিশনের অনুষ্ঠান বিভাগ সূত্রে।
সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে কথা বলতে পারবেন ‘ফিডব্যাক’ ব্যান্ডের সদস্যদের সঙ্গে। কথা বলার পাশাপাশি করতে পারবেন পছন্দের গানের অনুরোধ। দর্শকের অনুরোধের গান পরিবেশনের পাশাপাশি ‘ফিডব্যাক’ ব্যান্ডের সদস্যরা কথা বলবেন তাদের জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে। তারা আরো জানাবেন জানা-অজানা বিভিন্ন তথ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা।
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাহিদ আহমেদ বিপ্লব। অনুষ্ঠানটি আজ রাত ১১টা ২৫ মিনিটে বাংলাভিশনের পর্দায় প্রচার হবে।