নিজেকে বড়পর্দার জন্য প্রস্তুত মনে করছেন ভারতের ছোটপর্দার জনপ্রিয় মুখ হিনা খান। তার লক্ষ্যও বড়পর্দা বলে জানিয়েছেন।
২০০৯ সালে ‘ইয়ে রিশতা কিয়া খেলাতা হ্যায়’ ধারাবাহিক দিয়ে ছোটপর্দায় অভিষেক হয় হিনার। অক্ষরা চরিত্রে বেশ কয়েক বছর দর্শককে আপ্লুত করে রাখেন। ২০১৬ সালে এই ধারাবাহিক থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। কিন্তু মানুষ এখনো তাকে অক্ষরা হিসেবেই চেনে।
দীর্ঘ অপেক্ষার পর হিনা খানের ক্যারিয়ারে বড় সুযোগ এসেছে। একতা কাপুরের জনপ্রিয় ধারাবাহিক ‘কসৌতি জিন্দেগি কে’-তে কমলিকার চরিত্রে অভিনয় করছেন তিনি। আরেকটি বড় প্রকল্পেও যোগ দিচ্ছেন তিনি। বলিউডে অভিষেকের জন্য এখন সম্পূর্ণ প্রস্তুত আবেদনময়ী হিনা খান। আর এই খবর তিনি সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে নিশ্চিত করেছেন।
হিনা খান বলেছেন, ‘এটি নারীনির্ভর গল্প। এর সেট, সময় ও স্থানও ভালো লেগেছে আমার; যেটা নগরজীবনের ব্যস্ততা, প্রযুক্তি, প্রাত্যহিক ধকল ও প্রতিযোগিতার বাইরে। নতুন এই মাধ্যমে চ্যালেঞ্জ নিতে আমি রোমাঞ্চ অনুভব করছি।’