মতলব উত্তরের ইউএনওকে ড. সাদিক’র শুভেচ্ছা

বাংলাদেশ পাবলিক কমিশনের চেয়ারম্যান ড. সাদিক কর্তৃক প্রেরিত অভিনন্দনপত্র হাতে মতলব উত্তরের ইউএনও শারমিন আকতার

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

মতলব উত্তরের ইউএনওকে ড. সাদিক’র শুভেচ্ছা

  • মহিউদ্দিন আল আজাদ, চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ অক্টোবর, ২০১৮

জীবনের ঝুঁকি নিয়ে মেঘনা নদীতে ‘মা ইলিশ রক্ষা অভিযান’ চালিয়ে জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় সাহসী পদক্ষেপ গ্রহণ করায় মতলব উত্তরের উপজেলা নির্বাহী অফিসার শারমিন আকতার’কে শুভেচ্ছাপত্র পাঠিয়েছেন বাংলাদেশ পাবলিক সার্ভিসের চেয়ারম্যান ড. সাদিক।

অভিনন্দনপত্রে ড. সাদিক উল্লেখ করেন, আপনার এই সাহসী ভূমিকায় বিসিএস (প্রশাসন) ক্যাডার সিভিল সার্ভিসের মর্যাদা অনেক বৃদ্ধি পেয়েছে। আমাদের প্রত্যাশা দেশ মাতৃকার সেবায় আপনার এ ভূমিকা অব্যাহত থাকবে এবং সিভিল সার্ভিসের সদস্যদের জন্য তা অনুকরণীয় হবে। আমি আপনার এবং আপনার মাধ্যমে আপনার সহকর্মীদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফল কর্মময় জীবন কামনা করছি।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর মতলব উত্তরের মেঘনা নদীতে ‘মা ইলিশ রক্ষা অভিযান’ এর সময় মতলব উত্তরের উপজেলা নির্বাহী অফিসার শারমিন আকতারসহ অভিযানে অংশগ্রহণকারীদের উপর জেলেরা আক্রমণ করে। এ সময় পুলিশের সাথে জেলেদের গুলি বিনিময় হয়।

এ নিয়ে গত ১৮ অক্টোবর দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার শেষের পাতায় “ইলিশ রক্ষা অভিযানে হামলার শিকার ইউএনও” শিরোনামে সংবাদ প্রকাশ করে। সংবাদটি বেশ আলোড়ন সৃষ্টি করে। এর পরেই মা ইলিশ রক্ষায় জেলা প্রশাসন আরো বেশী তৎপর হতে দেখা যায়।

এ ব্যাপারে মতলব উত্তরের ইউএনও শারমিন আকতার বলেন, নিঃসন্দেহ স্যার ভালো কাজের প্রশংসা করেছেন। এতে আমার কাজের প্রতি আরো দায়িত্ব বেড়ে গেল। স্যার আমাকে যে অভিনন্দ বার্তা পাঠিয়েছে এজন্য আমি স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশে ‘মা ইলিশ রক্ষায়’ ইলিশ প্রজনন ক্ষেত্রের ৭ হাজার বর্গ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। ২৮ অক্টোবর রাত ১২.০১ মিনিট থেকে জেলেরা আবারো নদীতে মাছ ধরতে নামছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads