মাগুরায় মুক্তিযোদ্ধা সন্তান, কৃতি ফুটবলার ও ছাত্রলীগ নেতা রাজন খান হত্যার বিচার চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ রোববার সকালে শহরের পিটিআই স্কুলের সামনে মানববন্ধন থেকে রাজনের হত্যার বিচার দাবি করা হয়।
মানববন্ধনে রাজনের বাবা মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব খান ও রাজন স্মৃতি সংসদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় আরো বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশরাফ খান, আওয়ামীলীগ নেতা সেলিম খান, মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা খান।
বক্তারা চার বছরেও রাজন হত্যার বিচার না হওয়ার পাশাপাশি মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চলছে বলে ক্ষোভ প্রকাশ করা হয়।
উল্লেখ, ২০১৪ সালের ২৮ অক্টোবর মাগুরা সরকারি কলেজে রাজনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।