১৯৭২ সালে প্রতিষ্ঠা হয় লালমনিরহাট পৌরসভা। প্রতিষ্ঠার তিন যুগের বেশি সময় পর হয়ে গেলেও দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। ২০০৫ সালে লালমনিরহাট পৌরসভাকে দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উন্নীত করা হলেও মডেল টাউন রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করা হয়নি। এরপর ২০১১ সাল থেকে আমি পরপর দুবার আওয়ামী লীগ মনোনীত মেয়র নির্বাচিত হয়ে শুরু করি লালমনিরহাট পৌরসভাকে মডেল টাউনে রূপান্তর করতে জনমত গ্রহণের কাজ। প্রণয়ন করি উন্নয়ন কাজের নকশা। পৌরবাসীর নাগরিক সুবিধা বাড়াতে নিয়ে আসি দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার কাছ থেকে কোটি কোটি টাকার অর্থবরাদ্দ। পরে ২০১৭ সালে শুরু হয় মূল উন্নয়ন কাজ। পৌরসভাকে মডেল টাউনে রূপান্তর করতে বর্তমানে ৫০ কোটি টাকার উন্নয়ন কাজ এগিয়ে চলেছে। পৌরসভার কালভার্ট, ড্রেন, ফুটপাথ, রাস্তা প্রশস্তকরণ, সড়ক মেরামত, পানির লাইন, কবরস্থান সংস্কার, রাস্তায় সোডিয়াম বাতি লাগানোসহ অন্যান্য উন্নয়ন কাজ শেষ হলে নাগরিক সুবিধা বেড়ে যাবে। লালমনিরহাট হবে অত্যাধুনিক শহর আর পৌরসভা হবে মডেল পৌরসভা।